ঝিকরগাছা পৌরসভার উজ্জ্বল নক্ষত্র কফিল আর নেই : সমবেদনা জ্ঞাপন

0
292

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা পৌরসভার উজ্জ্বল নক্ষত্র উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর কফিল উদ্দিন আর নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৬৫ বছর বয়সে মঙ্গলবার বেলা ১২.২০মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ হয়ে ছিলেন। মৃত্যৃকালে দুই স্ত্রী, দুই ছেলে ও মেয়ে সহ অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন। তার মৃত্যুতে ঝিকরগাছা পৌরবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এশা বাদ কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক গৌরস্থানে চিরসমাহিত করা হবে। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ঝিকরগাছা পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, পৌর পরিষদ, পৌরসভা কর্মকর্তা-কর্মচারী ইউনিয়ন ও অনলাইন নিউজ পোর্টাল “চাঁদনী বিডি” পত্রিকার প্রকাশক ও সম্পাদক আফজাল হোসেন চাঁদ, নির্বাহী সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, ব্যবস্থাপনা সম্পাদক আবুল কালাম আজাদ, সহ ব্যবস্থাপনা সম্পাদক জুলফিকার আলী ভূট্টো, উপদেষ্টা একরামুল হক খোকন সহ অফিসিয়াল সকল কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here