বিশেষ জ্যাকেটে ফেন্সিডিল পরিবহন

0
303

স্টাফ রিপোর্টার : যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা সীমান্ত থেকে অভিনব পন্থায় মাদক চোরা কারবারিরা ফেন্সিডিল পরিবহন করছে। কয়েকটি চালান আটকের পর প্রশাসনিক সদস্যরাই এই তথ্য দিয়েছেন। কয়েক দিন আগে শার্শা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৬০ বোতল ফেনসিডিল ও দুটি পুরনো বাই-সাইকেলসহ দুইজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষ কায়দায় তৈরি জ্যাকেটের ভেতরে পকেট বানিয়ে এই ফেনসিডিল পাচার করা হচ্ছিল। গত ৭ ফেব্রুয়ারি সকালে তাদের গ্রেফতার করে উপজেলার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। তারা হলেন, শার্শা উপজেলার পাঁচভুলোট গ্রামের মৃতআতাল হকের ছেলে আশানুর মোড়ল (২৬) ও একই এলাকার ফজের আলী শেখের ছেলে আলমগীর হোসেন (২১)। পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ উপজেলার সাতমাইল-গোগা সড়কের সেতাই গ্রামের ব্রিজের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের শরীরে বিশেষ কায়দায় তৈরি জ্যাকেটের ভেতরে ৬০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এবং সেখান থেকে দুটি পুরনো বাইসাইকেলও উদ্ধার করা হয়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনার আগে পরে একই পন্থায় ফেন্সিডিল পরিবহনের সময় বেশ কটি চালান প্রশাসন আটক করতে সক্ষম হয়েছে। তবে বিশাল সীমান্ত এলাকার মাদক চোরা চালান বন্ধে কার্যত প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে। শার্শা উপজেলার গোগা, কায়বা, বালির মাঠ, কন্যাদহ, পুটখালি, দৌলতপুর, ছোট আঁচড়া, বড় আঁচড়া, ঘিবে, বাহাদুরপুর, ধান্যখোলা, শিকারপুর, শালকোনা, টেংরালী এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি প্রশাসন বেজায় তৎপর। কিন্ত তারপরেও মাদক চোরা চালান হচ্ছেই। ঝিকরগাছা উপজেলার কাশিপুর, চৌগাছা উপজেলার কাবিলপুর, মাসিলা, আশিংড়ী, আন্দুলিয়া, দৌলতপুর, গোপালপুর, কুলিয়া, যাদবপুর এলাকা দিয়েও চোরাকারবারিরা বিশেষ পন্থায় জ্যাকেটের মধ্যে ভারত থেকে ফেন্সিডিল চোরাচালান করছে।
বিজিবি প্রতি মাসে কয়েকটি জ্যাকেটের মধ্যে পাচারকালে কয়েকজনকে ফেন্সিডিলসহ আটক করেছে। একইভাবে ডিবি পুলিশ, র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা, স্থানীয় থানা বা ফাঁড়ী পুলিশ সদস্যরা কয়েকটি মাদকের চোরা চালান আটক করতে সক্ষম হয়েছে। তবে বাইরে থেকে থেকে দেখে বোঝার উপায় নেই যে, জ্যাকেটের মধ্যে ফেন্সিডিল রয়েছে। তাছাড়া সকলকে তল্লাশী করাও যায়না বলে পুলিশ সদস্যরা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here