শ্যামকুড়ে জুয়া খেলার প্রতিবাদ করতে যেয়ে বোর্ড মালিকের হাতে জখম হয়ে হাসপাতালে এক যুবক

0
302

ইলিয়াস হোসেন,চিনাটোলা(মণিরামপুর) : জুয়া খেলার প্রতিবাদ করতে যেয়ে মারপিটের শিকার হয়ে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে গেলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে মণিরামপুর উপজেলার শ্যামকুড় উত্তরপাড়া গ্রামে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, শ্যামকুড় বটতলা পাড়া গ্রামের সামাদ সরদারের ছেলে জিয়াউর রহমান ও জমশেদ গাজীর ছেলে আবুল হাসান দীর্ঘদিন ধরে এলাকার মাঠের বাগানে ও আশপাশের দোকানে রাতে ও দিনে জুয়ার বোর্ড পচিালনা করছে। বিভিন্ন অঞ্চল থেকে এখানে জুয়া খেলতে আসে জুয়াড়িরা। তারই ধারাবাহিকতায় সোমবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে ওই দুই যুবক মরহুম মাস্টার আবদুল ওদুদের বাগানে ও পাশের দোকানে জুয়ার বোর্ড বসাই। সংবাদ পেয়ে একই গ্রামের ছেলে আবুল বাশারসহ কয়েকজন এর প্রতিবাদ করতে গেলে ওই দুই জুয়া বোর্ড মালিক আবুল বাশারকে মারপিট করতে করতে সোহাগের দোকানের ভিতরে নিয়ে আসে। এসময় আবুল বাশার রক্তাক্ত অবস্থায় দোকানের ভিতরে পড়ে যায়। দোকানে থাকা লোকজন তাকে উদ্ধার করে তাৎণিক চিকিৎসার জন্য মনিরামপুর হাসপাতালে পাঠায়। এ বিষয়ে দোকান মালিক সোহাগ, দোকানে থাকা বাবলুসহ কয়েকজনে জানাই, জুয়া খেলা বন্ধ করতে বলায় বোর্ড মালিক জিয়া ও হাসান প্তি হয়ে বাশারকে মারপিট করতে করতে দোকানের ভিতরে নিয়ে আসে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে থানার এএসআই পারভেজ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন বলে প্রতিনিধিকে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here