মহেশপুরে বসতভিটা জমি কিনে বিপাকে অসহায় রুবিনা

0
473

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ঃ মহেশপুরে বসবাসের জন্য ভিটা জমি কিনে বিপাকে পড়েছেন রুবিনা খাতুন নামে এক অসহায় নারী। ২ মাসের সময় নিয়ে ১ বছর পার হলেও দখল না দিয়ে উল্টো বিক্রেতা রুপিয় খাতুন ঐ জমিতে জারী করেছেন ১৪৪ ধারা । এলাকায় সামাজিক বিচার চেয়েও জমিতে যেতে পারেছেন না অসহাই রুবিনা খাতুন ।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা গ্রামের আবু তাহেরের স্ত্রী রুপিয়া খাতুনের কাছ থেকে কাজীরবেড় ইউনিয়নের ৪৫নং সামন্তা গোপালপুর মৌজার এস এ ২৪৯ খারিজ ২৬৪৪ হাল ডিপি -৬৮৮ দাগ নং সাবেক ৫৯৯ হাল ডিপি ১০৬৪ শ্রেণী বাস্ত ৬ শতক জমির ভিতর ১৯/৩/২০২০ তারিখে ৭ লাখ টাকা পরিশোধ করে মহেশপুর সাবরেজিষ্ট্রি অফিসে ২৫৮৯ কবলা মুলে ৫ শতক জমি ক্রয় করেন একই গ্রামের আবুল কালামের স্ত্রী রুবিনা খাতুন । জমি রেজিষ্ট্রি করার সময় বাড়ী ভেঙ্গে নেওয়ার জন্য ২মাস সময় নেন রুপিয়া খাতুন কিন্তু প্রায় ১ বছর পার হয়ে গেলেও আজ পর্যন্ত জমি ছেড়ে না দিয়ে বিভিন্ন তালবাহনা ও ঐ জমিতে ১৪৪ ধারা জারী করেছেন জারী করেছেন। এলাকায় সামাজিক বিচার চেয়েও ক্রয়কৃত জমিতে যেতে পারেনি রুবিনা খাতুন। সামন্তা গ্রামের কয়েকজন জানান, আমরা শুনেছি আবু তাহেরের স্ত্রী রুপিয়া জমি বিক্রি করেছে কিন্তু সেই জমি দখল নিতে গেলে সে জমি থেকে উঠতে চাচ্ছে না। এটা নিয়ে সামাজিক ভাবে কয়েকবার বসাবসি করলেও কোন সুরাহা হয়নি।
জমি বিক্রেতা রুপিয়া বেগম বলেনন,আমি আমার প্রতিবেশী রুবিনার কাছে ৫ শতক জমি বিক্রি করেছিলাম। কিন্তু এখনও কিছু টাকা আমি তাদের কাছে পাবো। এখন আমি জমি ছাড়বনা এলাকার গন্যমান্য মানুষ আছে তাদেরকে বলবো কিছু সময় নিয়ে টাকা ফেরত দিবো তাছাড়া আমার এখন কিছু করার নেই।
জমি ক্রেতা রুবিনা খাতুন বলেন,আমার কছে সে কোন টাকা পয়সা পবেনা। ১ বছর আগে ৭ লক্ষ টাকা পরিশোধ করে রুপিয়া বেগমের কাছ থেকে জমি কিনেছি সেখানে আমি একটি ঘরও করেছি। সে সময় ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিতে ২ মাস সময় নিয়েছিল এখন সে জমি ছাড়ছেনা। সইচ্ছায় জমি না ছাড়ে তাহলে আমি আইনের আশ্রয়ে যাব জোরজবস্ত আমি কিছু করবো না।
এব্যাপারে কাজীরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজার সাথে ফোনে জানতে চাইলে তিনি বলেন,জমি বেচা-কেনা হয়েছে এটা ঠিক । তবে বাড়ী ভাঙ্গার জন্য হয়ত কিছু দেওয়া নেওয়ার প্রতিশ্রুতি থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here