চৌগাছায় টাকা ধার দেয়ার নামে গৃহবধূকে ধর্ষণ মামলার আসামির আত্মহত্যা

0
276

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় টাকা ধার দেবার নাম করে নিজ বাড়িতে ডেকে এক সন্তানের জননী এক গৃহবধূকে (২৫) ধর্ষণ মামলার আসামি মিজানুর রহমান (৫৫) বিষ পানে আত্মহত্যা করেছেন। মিজানুর রহমান উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেন ও ইউসূফ আলী আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্থানীয়রা জানান মঙ্গলবার সকালে বাড়ির পাশের মাঠে গিয়ে কীটনাশক পান করেন তিনি। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পাশর্^বর্তী কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে ওয়াশ করার পর চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নেয়ার পথে দুপুর বারোটার দিকে ঝিনাইদহে তার মৃত্যু হয়। তবে ধর্ষণ মামলাটির তদন্ত কর্মকর্তা চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিকেল চারটার সময় জানান বিষয়টি এখনো অফিসিয়ালি আমাদের জানানো হয়নি। ইউপি মেম্বার বিষয়টি অফিসিয়ালি জানান নি। তবে শুনেছি তাকে কোটচাঁদপুর হাসপাতাল থেকে ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়েছে এবং লাশ মর্গে রয়েছে। তিনি বলেন লাশের ময়নাতদন্ত ঝিনাইদহে হবে এবং আমাদের অফিসিয়ালি জানানোর কথা। বিকাল ৫টা ৩৮ মিনিটে স্থানীয় ইউপি সদস্য ইউসূফ আলী জানান ঝিনাইদহ হাসপাতালের মর্গে লাশটির ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে বাড়িতে এনে দাফন করা হবে। এরআগে গত ২৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটার দিকে গ্রামের এক সন্তানের জননী গৃহবধূকে (২৫) টাকা ধার দেয়ার নামে মোবাইলে বাড়িতে ডেকে নিজ ঘরে নিয়ে গৃহবধূকে মোটা টাকার বিনিময়ে কুপ্রস্তাব দেয়। গৃহবধূ তাতে রাজি না হওয়ায় জোরপূর্বক ঘরের দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে মিজানুর। গৃহবধূর চিৎকারে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে যাওয়ায় ধর্ষকের স্ত্রী-ভাতিজারা ওই নারীকে বেদম মারপিট করে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। একই সাথে ধর্ষককে পালাতে সহযোগিতা করে তারা। পরে স্থানীয় এক চেয়ারম্যান প্রার্থীর নেতৃত্বে মিমাংসার নামে বিচারে ওই নারীকে আবারো মারপিট করে পাঁচ হাজার টাকা হাতে দিয়ে তাড়িয়ে দেয়া হয়। পরে ওই নারী তার বাবার বাড়ি গিয়ে মা’র সহায়তায় ২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) চৌগাছা থানায় মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here