মহেশপুরে দত্তনগর টু জিন্নানগর রাস্তা উন্নয়নের কাজ পরিদর্শন

0
327

মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ ঝিনাইদহের মহেশপুরে দত্তনগর টু জিন্নানগর রাস্তা উন্নয়নের কাজ পরিদর্শন করেন খুলনা সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রকৌশলী মোঃ আসলাম আলী।
বুধবার সকালে এই রাস্তা নির্মানকারী ঠিকাদার মাসুম হোসেন এবং সড়ক জনপদ বিভাগের কর্মকর্তাদেরকে সাথে নিয়ে তিনি রাস্তার কার্যক্রম পরিদর্শন করেন। অতিরিক্ত প্রকৌশলী বলেন, রাস্তা থেকে পাথর বালি উত্তোলন করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে দুইটি কোর পরীক্ষা করে রাস্তায় থিটনেস পিচ ঢালা হয়েছে এবং রাস্তার দুইধারে মাটি দিয়ে দিয়ে ড্রেসিং বেঁধে দেওয়ার জন্য ঠিকাদারকে পরামর্শ দিয়েছেন। আগামী ৩০শে এপ্রিলের মধ্যে কাজ সম্পূর্ণ কাজ শেষ হবে বলে তিনি জানান। উল্লেখ্য, ২০১৭-১৮ অর্থবছরে একনেক সভায় উক্ত রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here