যশোরে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0
368

স্টাফ রিপোর্টার ॥ বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে যশোরে দৈনিক সময়ের আলো পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বেলা ১১টায় যশোর প্রেসকাব অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান । এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মীর্জা মোঃ ইফতেখার আলী। অনুষ্ঠানে অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সাহিত্যিক দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি রুকুনউদ্দৌলাহ্, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মনোতোষ বসু, প্রেসকাব যশোরের সাবেক সম্পাদক দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইউব, সাধারণ সম্পাদক চ্যানেল আইয়ের যশোর প্রতিনিধি আকরামুজ্জামান,বাংলাদেশ প্রতিদিন ও এনটিভির স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সজল, যুগান্তরের যশোর ব্যুরো চীফ ইন্দ্রজিৎ রায়, আলোকিত বাংলাদেশ’র যশোর প্রতিনিধি তবিবর রহমান, প্রেসকাব যশোরের সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক তহীদ মনি, ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের যশোর শাখার সভাপতি মনিরুজ্জামান মনিরসহ জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকরা।
সাংবাদিক প্রশাসনের কর্মকান্ডে সহায়ক ভূমিকা পালন করে উল্লেখ করে প্রধান অতিথি বলেন, আমরা সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন রকম গুরুত্বপূর্ন তথ্য পেয়ে থাকি। যেটা আমাদের সফল কর্মজীবন বয়ে আনতে মূখ্যভুমিকা পালন করে। বিশেষ অতিথি সাংবাদিকদের সমাজের দর্পন উল্লেখ করে বলেন, তাদের লেখনির মাধ্যমে আমাদের কাজের স্বচ্ছতা বা অস্বচ্ছতা ফুটে ওঠে। তাই আমাদের সাফল্য অনেকটা তাদের লেখার উপর নির্ভর করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসকাব যশোরের সহসভাপতি দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নুর ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন যায়যায়দিনের স্টাফ রিপোর্টার যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান মিলন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক রেজাউল করিম রুবেল। সবশেষে অতিথিবৃন্দ কেক কেটে সময়ের আলোর উত্তোরত্তর সাফল্য কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here