যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ার্দার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব সালাহ উদ্দীন শিকদার এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জনাব, সোমেন দাশ, জেলা গোয়েন্দা শাখা, যশোর এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক(নিঃ)/ মোঃ মাসুম কাজী সংগীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া যশোর জেলার ঝিকরগাছা থানাধীন বাদে নাভারন গ্রামস্থ জনৈক মোঃ হোসেন আলী(৪৬) এর বসত বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ রুহুল কুদ্দুস @ মিন্টু (৫১), পিতা-মৃত মুনসুর আলী, মাতা-মৃত রহিমা আক্তার, স্ত্রী-নাসিমা আক্তার, সাং-যাদবপুর মোড় দনি বুরুজ বাগান খালেক ডাক্তারের বাড়ীর ভাড়াটিয়া, থানা-শার্শা, জেলা-যশোরকে ১০০ (একশত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার পূর্বক ইং-০১/০৩/২০২১ তারিখি বিকাল ১৭.২০ ঘটিকার সময় জব্দ করিয়া ঝিকরগাছা থানায় এজাহার দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ ১। সোলায়মান বাদশা(৩২), পিতা-নিজাম উদ্দিন মোল্যা, সাং-জগমোহনপুর, ২। মারুফ হোসেন (৩৫), পিতা-মৃত হাবিবুর রহমান, সাং-কায়েতখালী, উভয় থানা-কোতয়ালী, জেলা-যশোর।
উদ্ধারকৃত আলামতঃ১। মোঃ রুহুল কুদ্দুস @ মিন্টু (৫১), পিতা-মৃত মুনসুর আলী, মাতা-মৃত রহিমা আক্তার, স্ত্রী-নাসিমা আক্তার, সাং-যাদবপুর মোড় দনি বুরুজ বাগান খালেক ডাক্তারের বাড়ীর ভাড়াটিয়া, থানা-শার্শা, জেলা-যশোর।














