বাঘারপাড়ার বারভাগ ইস্লাহুল উম্মাহ্ কওমী মহিলা মাদ্রাসার বার্ষিক মাহফিল সম্পন্ন্ন

0
319

বসুন্দিয়া প্রতিনিধি ঃ বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বারভাগ ইস্লাহুল উম্মাহ্ কওমী মহিলা মাদ্রাসায় গত কাল ৫ মার্চ শুক্রবার দিন ব্যাপী বার্ষিক মাহ্ফিল আলোচনা সভা ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষিকা মোছাঃ রোকেয়া বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইচ চেয়ারম্যান ও ওর্য়কার্স পার্টির (মাকসবাদী) যশোর জেলা কমিটির মহিলা বিষয়ক সদস্য কমরেড বিথীকা রানী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ৯নং জামদিয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মোছাঃ ফিরোজা বেগম। এছাড়া উপস্থিত ছিলেন জামদিয়া ইউনিয়ন পরিসদের সদস্য মোঃ জিল্লুর রহমান সরদার, ওর্য়াকার্স পার্টির (মাকসবাদী) যশোর জেলা কমিটির সদস্য কমরেড বিপুল কুমার বিশ্বাস, জাতীয় কৃষক সমিতির জামদিয়া ইউনিয়নের সাধারন সম্পাদক, বসুন্দিয়া সাংবাদিক ইউনিটের সভাপতি সাংবাদিক এস, এম মুসতাইন, বসুন্দিয়া সাংবাদিক ইউনিটের সহ-সাধারন সম্পাদক মোঃ গোলাম রসূল মোল্যা, মোঃ আরিফুল ইসলাম আরিফ, মোঃ আশিকুল ইসলাম (টুটুল) সহ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সচেতন সূধি সমাজের ব্যক্তিগন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here