চুকনগরে সড়ক দুর্ঘটনায় আহত পেপার বিক্রেতার ছেলের জন্য সাহায্যের আবেদন

0
346

ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ॥ এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গুরুত্ব আহত চুকনগরে পেপার বিক্রেতা নুর উদ্দীন গাজীর পুত্র মোঃ তসলিম গাজী (৬) এর জন্য মানবিক সাহায্যের আবেদন করেছেন। বর্তমানে তার শিশু পুত্রটি খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হকার নুর উদ্দীন জানায়, গত ৩দিন আগে চুকনগর খুলনা মহাসড়কের চাকুন্দিয়া কালভার্টের সামনে থেকে অজ্ঞাতনামা একটি মোটর সাইকেল তার একমাত্র ছয় বছরের শিশু পুত্র তসলিমকে ধাক্কা দিয়ে চলে যায়। এ দূর্ঘটনায় তার মাথা ফেটে গিয়ে সে গুরুত্বর আহত হয়েছে। বর্তমানে তার অবস্থা আশংঙ্কাজনক। কিন্তু টাকা অভাক্ষে ছেলেটিকে কোন চিকিৎসা দিতে পারছে না। তাই তার অনুরোধ যদি তাকে কিছু মানবিক বা আর্থিক সহযোগীতা করা হয়। তাহলে তার বুকের ধনকে বাঁচানো সম্ভক্ষ। হকার নুর উদ্দীনের বিকাশ নং-০১৯১৫-৯৪১৬০৯।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here