ডুমুরিয়ায় এক উজ্জ্বল নত্রের নাম গীতিকার রাজু আহম্মেদ

0
312

ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ॥ ডুমুরিয়ায় এক উজ্জ্বল নত্রের নাম গীতিকার রাজু আহম্মেদ। ইতিমধ্যে তিনি প্রায় শতাধিক গান লিখে এলাকায় বেশ সাড়া জাগিয়েছেন। তার গান গুলো বেশ কয়েকটি সামাজিক অনুষ্ঠানে পরিবেশন করা হয়েছে। ডুমুরিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ বিশ্বাসের পুত্র রাজু আহম্মেদ জানায়, ছোট বেলায় তার স্বপ্ন ছিল একজন সুদ গীতিকার হওয়া। একারণে স্কুল জীবন থেকেই গান লেখার চর্চা শুরু করেন। অদ্যাবধি সেই চর্চা এখনও ধরে রেখেছেন। ফলে বেশ কিছু মানসম্মত গান লিখতে সমও হয়েছেন। যা বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করা হয়েছে। এ কারণে তিনি বেশ সুনাম অর্জন করেছেন। যার মধ্যে জাতির পিতা শেখ মুজিবের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়া এবং কেই কি জান, মূত্যুর যন্ত্রনা কতটা কষ্টের ইত্যাদি শিরোনামে অসংখ্য গান তিনি লিখেছেন। মধ্যবৃত্ত পরিবারের সন্তান রাজু আরও বলেন, তাকে যদি কেউ (মোবাই্ল নং-০১৯৮০-৩২৭৪৬০) কোন ধরণের সহযোগীতা করেন তাহলে অবশ্যই তিনি বাংলাদেশের একজন সুনামধন্য গীতিকার হিসাবে পরিচিত লাভ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here