বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস্ ২০২০ এর খুলনা বিভাগীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত (লক্ষ টাকা পুরস্কারের কাবাডি)

0
328

কাবাডি বাংলাদেশের একটি জাতীয় খেলা। এক সময় খেলাটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক জনপ্রিয় ছিল। সময়ের পরিক্রমায় এ খেলাটি জনপ্রিয়তা হারায়। এ খেলাটি গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা এবং খেলাটির সাথে বাংলাদেশের মাটি ও মানুষের নিবিড় সম্পর্ক আছে। খেলাটির জনপ্রিয়তা এবং হৃত গৌরব ফিরিয়ে আনার লক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে যশোর জেলা ক্রীড়া সংস্থা ও যশোর জেলা পুলিশের যৌথ ব্যবস্থাপনায় এবং সিটি প্লাজা যশোরের পৃষ্ঠপোষকতায় অদ্য ১০/০৩/২০২১ সকাল ১৫.০০-১৭.০০ ঘটিকার সময় বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস্ ২০২০ এর বিভাগীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা যশোর বাদশাহ ফয়সল ইসলামী ইন্সষ্টিটিউট (কেন্দ্রীয় ঈদগাহ ময়দান) এ অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলা এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম-বার, পিপিএম, পুলিশ সুপার, যশোর। সভাপতিত্ব করেন জনাব ইয়াকুব কবীর, সাধারণ সম্পাদক, যশোর জেলা ক্রীড়া সংস্থা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম ইয়াকুব আলী, চেয়ারম্যান, হোটেল সিটি প্লাজা, যশোর, জনাব আহসান কবির বাবু, সাধারণ সম্পাদক, প্রেসকাব যশোর, পুলিশ সুপার, সিআইডি, যশোর, পুলিশ সুপার খুলনা এর প্রতিনিধি, পুলিশ সুপার, নড়াইল এর প্রতিনিধি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এছাড়াও ফাইনাল খেলায় যশোর জেলা পুলিশ, যশোরের অন্যান্য পুলিশ ইউনিটের উর্ধতন কর্মকর্তাগন এবং যশোর জেলায় ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ সাধারণ দর্শকগন উপস্থিত ছিলেন। খেলায় খুলনা জেলা পুরুষ কাবাডি দল ও নড়াইল জেলা মহিলা কাবাডি দল চ্যাম্পিয়ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here