রাজগঞ্জ প্রতিনিধি : মণিরামপুর উপজেলার ঝাঁপা পালপাড়া গ্রামের ভূমিহীন সংখ্যালঘু গৃহবধু শোভারাণীকে (৫০) স্থানীয় বাবু নামের এক সন্ত্রাসী মারপিট করে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। বাবু ঝাঁপা বাঘাডাঙ্গী পশ্চিমপাড়া গ্রামের নূরুল শেখের ছেলে। আর আহত সংখ্যালঘু গৃহবধু শোভারাণী ঝাঁপা পালপাড়া গ্রামের পূণ্যো পালের স্ত্রী। সে একজন ভূমিহীন।
স্থানীয় সূত্রে জানাগেছে, এক তুচ্ছ ঘটনায় বাবুসহ কয়েকজন মিলে সম্প্রতি একদিন বেলা ১১টার দিকে সংখ্যালঘু ভূমিহীন গৃহবধু শোভারাণীকে এলোপাতাড়ি মারপিট করে জখম করে, বাবুসহ তার লোকজন পালিয়ে যায়। এ সময় বাবু বলে যায়, মামলা করলে এলাকা ছাড়া করা হবে এবং আরো মারপিট করা হবে। এরপর স্থানীয়রা ওই গৃহবধুকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমান শোভারাণী বাবু গংদের বিরুদ্ধে মামলা করতে সাহস পাচ্ছে না। নিরাপত্তাহীনতায় রয়েছে শোভারাণীর পরিবার। এজন্য আহত শোভারাণী প্রশাসনের কাছে এ ঘটনার সঠিক বিচার চেয়েছেন।














