দশমিনায় এমপির ভায়রা পরিচয় দিয়ে প্রতারনাকারী আটক

0
312

দশমিনা(পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী বাজার থেকে এমপির ভায়রা পরিচয় দিয়ে প্রতারনাকারী ওমর ফারুক রাশেদ (৪০) নামে একজন যুবককে পুলিশ আটক করেছে। রাশেশের বিরুদ্ধে টিউবওয়েল ও পাঁকা ঘর দেবার কথা বলে সাধারন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। সদর উপজেলার আরজবেগী এলাকার মোশাররফ হাওলাদারের ছেলে এই প্রতারক রাশেদের বিরুদ্ধে দশমিনাসহ বেশ কয়েকটি থানায় মামলা রয়েছে। পুলিশ জানায়, রাশেদ মোটর সাইকেল ও মলম পার্টির সক্রিয় সদস্য। জানা যায় প্রতারক এই রাশেদ স্থানীয় সংসদ সদস্য এস.এম.শাহাজাদার ভায়রা ভাই পরিচয় দিয়ে কাজ করে দেয়ার কথা বলে সাধারন মানুষের সঙ্গে প্রতারনা করতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here