দশমিনায় জনপ্রিয় জ্ঞানচর্চা কেন্দ্র গণউন্নয়ন গ্রন্থাগারের বেহাল অবস্থা নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার বই

0
269

নাসির আহমেদ,দশমিনা(পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলা গণউন্নয়ন গ্রšা’াগার (সিডিল) নামক বেসরকারী গ্রন্থাগারটি এখন বেহাল দশা বিরাজ করছে। সেই সময়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার জ্ঞানপাপিদের জ্ঞান আহরণের মাধ্যমটি নিজস্ব জমিতে প্রায় ৫হাজার বইয়ের গ্রান্থাগারটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে । উইপোকায় ও ধুলাবালিতে নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার বই । এক সময়ের জনপ্রিয় জ্ঞানচর্চা কেন্দ্র হিসাবে পরিচিত এই গ্রšা’াগারটি বেশ পরিচিতি ছিল।
জানা যায়, ১৯৮৮ সালে ইউনিসেফ এর অর্থায়নে দশমিনা উপজেলায় আব্দুল আলীম তালুকদারের হোটেল হিলটনের একটি কক্ষ ভাড়া নিয়ে গণউন্নয়ন গ্রন্থাগার (সিডিএল ) কার্যক্রম শুরু হয়। সাবেক সংগঠক সৈয়দ মোঃ মাসুম জানান, শিক্ষক মোঃ গাজী ইসমাইল ১৯৮৮- ১৯৯২সাল পর্যন্ত সংগঠক হিসাবে দায়িত্ব পালন করে । ১৯৯২-১৯৯৮-সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন । তিনি আরও জানান, সমাজ সচেতনমুলক সভা, সেমিনার , স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা, বির্তক অনুষ্ঠান, নারী নির্যাতন, যৌতুক, বাল্য বিবাহ ও পরিস্কার পরিচ্ছন্ন বিষয়ে সচেতনমুলক সভা করা হত । ১৯৯৬-৯৭সালের দিকে দশমিনা বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় সড়কের পাশে ৩ শতাংশ জমি গ্রন্থাগারের নামে ক্রয় করা হয় এবং টিনসেট ভবন নিমাণ করে সেখানে কার্যক্রম চলে পরিচালিত হত। গণউন্নয়ন গ্রন্থাগারের দশমিনা উপজেলার সমন্বয়কারী মিজানুর রহমান তিতাস জানান, ৯৮-২০১০সালের ২৪ সেপ্টম্বর পর্যন্ত গ্রন্থাগারের কার্যক্রম পরিচালিত হয়ে ছিল । তিনি আরও জানান, ইউনিসেফ ও ফিডাম ফাউন্ডেশনসহ তিনটি সংস্থার অর্থায়নে পরিচালিত গণউন্নয়ন গ্রন্থাগার অর্থ বরাদ্দ না থাকায় কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং গ্রন্থাগারে অতি মুল্যবান বাংলা পিডিয়ার দশ খন্ড, রাজনীতি, অর্থনীতি, বিভিন্ন আইনের বই, ধর্মী, সংস্কৃতি, গল্প- উপন্যাস, কবিতা-ছড়াসহ প্রায় ৫হাজার বই ছিল । ওই বইয়ের মুল্য প্রায় ৮/৯লাখ টাকা হবে । এদিকে দশমিনা মানব উন্নয়ন সংসদ ( কলেজ- বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীদের) সংগঠনের কর্মীরা গণউন্নয়ন গ্রন্থাগারটি পুনরায় চালুর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানিয়ে সারা না পাওয়ায় তাদের উদ্যোগও আলোর মুখ দেখিনি । তবে তাদের উদ্যেগের হাল ছাড়েনি বলে ওই সংগঠনের কর্মী মোঃ এমদাদুল হক সৈকত জানান । এই বিষয়ে সদ্য যোগদানকারী দশমিনা উপজেলা নির্বাহী অফিসার আল আমিন জানান , গণউন্নয়ন গ্রন্থাগারটি বিষয় খোজ খবর নিয়ে সংস্কার ও পুনরায় চালু ব্যবস্থা করার চেষ্টা করা হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here