অভয়নগরে পরিবহন ইজিবাইক সংঘর্ষে দুই শ্রমিক নিহত, আহত ৫জন

0
401

স্টাফ রিপোর্টার : বাস ও ইজিবাইক সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আহত হয়েছেন আরো পাঁচজন ইজিবাইকের যাত্রী। শুক্রবার সকাল সাড়ে ৯টায় যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মো: বাবু, রোহিদুল, রমজান, আলী রহমান ও অজ্ঞাতনামা একজন। আহত আলী রহমান বাদে বাকি চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা সবাই কয়লা শ্রমিক। তারা উপজেলার নওয়াপাড়ায় নৌবন্দরে কয়লা লোড আন লোডের কাজ করেন। নিহত দুইজন হলেন শহিদুল ইসলাম(৪২) ও ৪০ বছর বয়সী চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে আগত অজ্ঞাত একজন ঘাট শ্রমিক। শহিদুল ইসলাম যশোরের অভয়নগর উপজেলার মশরহাটী গ্রামের ছবর আলীর ছেলে। তিনি ইজিবাইক চালাতেন। প্রত্যদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে শ্রমিকদের নিয়ে একটি ইজিবাইক উপজেলার ভাঙ্গাগেট এলাকা থেকে যশোর-খুলনা মহাসড়ক দিয়ে নওয়াপাড়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের (খুলনা মেট্রো ব- ১১-০১৬৩)
যাত্রীবাহী বাস কুষ্টিয়ায় যাচ্ছিল। সকাল সাড়ে নয়টার দিকে বাসটি উপজেলার মশরহাটী এলাকায় পৌঁছালে আরেকটি পরিবহনকে পাশ কাটাতে গিয়ে মহাসড়কের অপরপ্রান্তে চলে যায়। রুপসা পবিহন নিজের গতি নিয়ন্ত্রন না করে সামনে থাকা যাত্রীবোঝাই ইজিবাইকটি মাথায় তুলে ১০ থেকে ১২ হাত দুরে নিয়ে যায়। এতে ইজিবাইকটি চূর্ণবিচুর্ণ হয়ে যায়। আহত হন ইজিবাইক চালক এবং ছয় শ্রমিক। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এবং নওয়াপাড়া হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় স্বাস্থ্যকমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক আহতদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ফারিয়া রহমান বলেন, দুর্ঘটনার পর সাতজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এদেরমধ্যে দুইজন আগেই মারা যান। আহতদের মধ্যে গুরুতর চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহত অপর জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শিহাব উদ্দীন চৌধুরী বলেন, বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here