কামরুজ্জামান লিটন ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি গ্রামের মোল্লা পাড়ার রজব আলী মোল্লার মৃত্যুর পরে ছেলে রাইজুল ইসলাম তার সংসারে হাল ধরে। অভারের সংসার রাইজুল গ্রীজ ফ্যাক্টারীতে শ্রমীকের কাজ করেন। দিন আনে দিন খাই এমন ভাবে সংসার চলছিল।
সংসারে আছে মা, ভাই, বোন, ও স্ত্রী এবং ফুট ফুটে দু বছরের ছেলে রিয়ান। সংসার অভাবের কিন্ত সংসারে সুখ শান্তির কোন অভাব ছিল না ভালোই চলছিল সংসার। কখন যে রাইজুলের স্ত্রী উম্মে হাবিবা স্মৃতির ব্রেন টিউমার হয়েছে তা কেউ জানেনা। মাথায় ব্যাথা হলে পাশের দোকান থেকে ব্যাথার বড়ি এনে খেতো। যখন বেশী ব্যাথা হয়েছে তখন নিউরো মেডিসিন ডাঃ জাহিদ হাসান কল্লোল সাহেব কে দেখলে তিনি বলেন আপনি যত দ্রুত পারেন ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে নিয়ে যান। ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে গেলে পরিা করে বলেন। ব্রেন টিউমান হয়েছে। শ্রমিক রাইজুল কি করবে ভেবে পাচ্ছে না। দুই বছরের শিশু রিয়ানকে বুকে নিচ্ছে কাঁদছে কি হবে আমার অবুঝ শিশুর। সমাজের বৃত্তবান ও সাধারণ মানুষ যদি সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসেন তা হলে অবুঝ শিশু রিয়ান হয়তো ফিরে পাবে তার মমতাময়ী “মা” কে। সমাজের প্রত্যেকে এগিয়ে আসলে নতুন উদ্দীপনা নিয়ে বেঁচে উঠবে রাইজুলের স্ত্রী উম্মে হাবিবা স্মৃতি। তার চিকিৎসার জন্য প্রায় ১০ ল টাকার প্রয়োজন ডাক্তার বলেছেন একমাসের মধ্যে চিকিৎসা/অপারেশন করাতে হবেই না হলে বড় ধরনের তি হতে পারে। মায়ের কোলে সারা জীবন বেচে থাক ছোট্ট ফুটফুটে প্রাণবন্ত শিশু রিয়ান। মানুষ মানুষের জন্য। যে যেভাবে যা পারি সাধ্যমত
রিয়ানের মায়ের জীবন বাচাঁতে এগিয়ে আসি। যোগাযোগ : রাইজুল ইসলাম ( রোগীর স্বামী), পিতা : মৃত রজব আলী মোল্লা ০১৯২৯২৪৪৯১০,পবহাটি মোল্লাপাড়া,ঝিনাইদহ পৌরসভা,ঝিনাইদহ।
আপনাদের মানবিক সাহায্য পাঠানোর জন্য বিকাশ : ০১৭৯১৪৪৪৭৪৪ (পার্সনাল) রোগীর স্বামী
রকেট : ০১৯২৯২৪৪৯১০ (পার্সনাল)রোগীর স্বামী নগদ: ০১৯২৯২৪৪৯১০ (পার্সনাল)রোগীর স্বামী
ব্যাংক হিসাব : সোনালী ব্যাংক, সঞ্চয় হিসাব ২৪০৭৫০১০৩৮১০৬ ঝিনাইদহ সদর শাখা।














