কপিলমুনি প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ১৪৪ ধারা ভঙ্গ করে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কর্তৃক অন্যের মৎস্য ঘের জবর দখল করার অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলা ২ নং কপিলমুনি ইউনিয়নের গোয়ালবাথান আমড়াতলা নাম জায়গায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর সঞ্জয় দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং দখল প্রক্রিয়া বন্ধের জন্য কোর্টের নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দেন। ততণে মৎস্য ঘেরের টিনের বাসা ভাংচুর, দুটি স্যালোম্যাশিন ও বেঁড়িবাধ কেটে প্রায় লাধিক টাকার তি সাধন করে তারা। ঘটনায় অত্র এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ভুক্তভোগী ঘের মালিক উপজেলার নোয়াকাটি গ্রামের মৃত নুরবক্স গাজীর ছেলে শহিদুল জানান, গোয়াল বাথান মৌজার এস এ ২৮ নং খতিয়ানে জমি ১২.৪৪ একর ও এস এ ৯৮ খতিয়ানে জমির পরিমান ২.২৪ অনুযায়ী দুটি খতিয়ানের সর্বমোট ৮.৬৬ একর জমিতে পৈত্রিক ও খরিদা সুত্রে দীর্ঘদিন যাবৎ মৎস্য ঘের পরিচালনা করাকালে প্রতিপ আসাদুল ইসলাম গং একটি ভৌতিক নিলাম খরিদের কথা বলে দেওয়ানী আদালতে একটি মামলা রুজু করে। যার নাং ০৮/২০০৭। উক্ত মামলাটি আপীল দেঃ ৮৭/২০১৮ মালায় বিচারাধীন রয়েছে। আপীল মামলায় স্বাী শুনানির জন্য মহামান্য হাইকোর্টে একটি সিভিল রিভিশন দাখিল করেন মালিক শহিদুল ইসলাম। যার রিভিশন নাং ১৪৫৫/২০১৯। যা নিন্ম আদালতে সকল আদেশের উপর নিষেধাজ্ঞা প্রদান করে আদেশ দেন মহামান্য হাইকোর্ট। এমতাবস্থায় প্রতিপ আসাদুল গং উক্ত জমির দখল নিতে মরিয়া হয়ে ওঠে। প্রতিপ আছাদুল গংয়ের ভীতিকর পরিস্থিতি ও ঘের জবরদখলের হুমকি ঘটনার এমন কর্মকান্ড জানতে পেরে ঘের মালিক শহিদুল গত ০১/০৩/২১ তারিখে নির্বাহী আদালতে ১৪৪ একটি মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত স্থিতিবস্থা বজায় রাখতে পাইকগাছা থানা ওসিকে নির্দেশ প্রদান করেন। যা কপিলমুনি পুলিশ ফাঁড়ির দারোগা এস আই আলিম দ্বায়িত্বপ্রাপ্ত হয়ে উভয় পকে নোটিশ দ্বারা অবগত করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেন। এদিকে এ ঘটনার পর আদালতের ১৪৪ ধারা নির্দেশনা উপো করে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী প্রত্যা সহায়তা ও তারই উপস্থিতিতে শনিবার সকালে শতাধিক বহিরাগত সন্ত্রাসী কর্তৃক উক্ত মৎস্য ঘেরের বাসা ভাংচুর, দুটি স্যালো চালিত ম্যাশিন, চারামাছ লুট ও বেঁড়িবাধ কেটে প্রায় লাধিক টাকার তি সাধন করে। খবর পেয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর সঞ্জয় দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং তাদের এ কাজ বন্ধ করে দেন। এ বিষয়ে ইন্সপেক্টর সঞ্জয় দাশ জানান, আমি খবর পেয়ে সেখানে যায় এবং কাজ বন্ধ করি। এক প্রশ্নে তিনি বলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী নিজে ওই ঘেরে বাসা বাঁধছিল। এবং বেঁড়িবাধটি কেটে দেয়। তিনি আরও বলেন, উভয় পকে কাজপত্র দেখাতে বলেছি।
পিস্তল ও ১৫টি ককটেলসহ যশোরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির আটক
স্টাফ রিপোর্টার, যশোর : র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা যশোরের আলোচিত ও অন্যতম শীর্ষ সন্ত্রাসী সাব্বির হোসেন ওরফে গোল্ডেন সাব্বিরকে আটক করেছে । মঙ্হলবার মধ্যরাতে...
বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক
বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা বিপুল পরিমাণ ভারতীয় ইলিশ মাছের চালান আটক করেছে কাস্টম কর্তৃপক্ষ। পণ্য চালানটিতে সাদা...
রাজগঞ্জে গণভোটে সচেতনতা বাড়াতে উৎসবমুখর মক ভোটিং
যশোর অফিস : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর মক...
যশোরে বিটিএইচের বর্ণাঢ্য পিঠা উৎসব নিয়ে সংবাদ সম্মেলন
যশোর অফিস : বাংলার ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দিতে যশোরে আয়োজন করা হচ্ছে ‘বিটিএইচ পিঠা উৎসব–২০২৬’। এ উপলক্ষে বুধবার বিকেলে শহরের লালদিঘি...
যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
যশোর অফিস : সাবেক স্বামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, মানহানিকর বক্তব্য ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী। নিজের ও পরিবারের...















