মাগুরা প্রতিনিধি : বাংলাদেশ অর্থনৈতিক স্বাধীনতা সূচকে দণি এশিয়ার একমাত্র দেশ হিসেবে অগ্রগতি অর্জন করায় মাগুরায় আনন্দমিছিল করেছে ছাত্রলীগ।
শনিবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরে এ আনন্দ মিছিল বের করা হয়। দুপুর ১২ টায় শহরের জামরুলতলা দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে।
পরে চৌরঙ্গী মোড়ে সংপ্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন ও যুগ্ম-সম্পাদক নাহিদ খান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দণি এশিয়ায় অর্থনৈতিকভাবে মুক্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেই এ এ সাফল্য এসেছে। এজন্য আমরা শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীদিন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরো অগ্রসর হোক সেই প্রত্যাশা করেন নেতারা।















