বসুন্দিয়া প্রতিনিধি ॥ যশোরে জাতীয় পার্টির কর্মীসভা জনসভায় পরিণত হয়েছে। শনিবার বিকেলে যশোর-৪ সংসদীয় আসনের অর্ন্তভুক্ত সদর উপজেলার বসুন্দিয়া মোড়ে কর্মীসভায় নেতাকর্মীদের ঢল নামে। এতে বসুন্দিয়া ইউনিয়ন ছাড়াও বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা অংশ নেন। সভায় মোবাইল ফোনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। তারা নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে তৃণমূলে জাতীয় পার্টিকে আরও শক্তি কার আহ্বান জানান।
যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা। সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হাসান সিরাজ সুজা ও নাজনীন সুলতানা, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু, সাংগঠনিক সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. জহুরুল হক জহির। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাড. ইমদাদুল হকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মুক্তি নুরুল আমিন, নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির নেতা মনিরুজ্জামান হিরণ, বসুন্দিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবদুর রশিদ খান, সাধারণ সম্পাদক কেএম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাবুদ্দিন শাওন প্রমুখ।















