স্বাধীনতা কাপ হকির উদ্বোধনী ম্যাচে নড়াইলের মুখোমখি হচ্ছে যশোর মহিলা হকি টিম

0
291

ক্রীড়া প্রতিবেদক : মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ওয়ালটনমহিলা ডেভলপমেন্ট স্বাধীনতা কাপ হকি ২০২১ এর উদ্বোধনী ম্যাচে মওলানা ভাসানী হকি ষ্টেডিয়াম নড়াইলের মুখোমুখি হবে যশোর জেলা মহিলা হকি টিম। ইতোমধ্যে জেলা হকি টিম ঢাকাতে পৌচেছে বলে নিশ্চিত করেছেন জেলা হকি পরিষদের সভাপতি কাওসার আলী। তিনি বলেন মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ওয়ালটনমহিলা ডেভলপমেন্ট স্বাধীনতা কাপ হকি টর্নামেন্টে যশোর জেলার প্রতিনিধিত্ব করছেন নাজনীনম লাইলাতুন শাম্মি, তাহিয়া, রাজিয়া, হিমা, ঝর্ণা, বন্যা, বৈশাখি, আখি, হিরা, কেয়া, শাবন্তী, সুমাইয়া, তিসা, মুক্তা, জয়া, জবা ও মেঘলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here