কালীগঞ্জে চোলাই মদসহ আটক এক

0
309

স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) ঃ ঝিনাইদহের কালীগঞ্জে ২০ লিটার চোলাই মদসহ একজনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে এ মদ নিয়ে আসার পথে কাশিপুর গ্রামের মধ্য থেকে তাকে আটক করা হয়। আটক আশরাফুল আলম (৪০) পৌর এলাকার ইশ^রবা গ্রামের আবুল হোসেনের ছেলে। কালীগঞ্জ থানার এস এই জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কোঁটচাদপুর এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ী কিছু চোলাই মদ নিয়ে কাশিপুর গ্রামের রোড দিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় আশরাফুল নামের একজনের সাথে থাকা বস্তা তল্লাশী করে ২০ লিটার চোলাই মদসহ আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চোলাই মদ বিক্রি করে আসছিল। কালীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here