পাইকগাছায় ১০ ইউপিতে আ’লীগের মনোনয়ন পেলেন যারা : এলাকায় আনন্দ মিছিল

0
341

পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছা ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে উপজেলার দশটি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। শনিবার দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থীদের নাম চূড়ান্ত ঘোষণার পর দলীয় মনোনয়ন প্রাপ্তরা কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসহ-উদ্দীপনা দেখা যায়। পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে হরিঢালীতে শেখ বেনজির আহমেদ বাচ্চু, কপিলমুনিতে কওসার আলী জোয়াদ্দার, লতায় কাজল কান্তি বিশ্বাস, দেলুটিতে রিপন কুমার মন্ডল, সোলাদানায় আব্দুল মান্নান গাজী, লস্করে কেএম আরিফুজ্জামান তুহিন,গদাইপুরে শেখ জিয়াদুল ইসলাম জিয়া, রাড়ুলীতে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, চাঁদখালীতে আলহাজ্ব মুনসুর আলী গাজী এবং গড়ইখালীতে রুহুল আমিন বিশ্বাস আ’লীগের মনোনয়ন পেয়েছেন। আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৪ মার্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here