জসিম উদ্দিন : যশোরের ঝিকরগাছায় ভ্যান চালক শ্রমিকদের মাঝে লাল সবুজের টি-শার্ট দিলেন তরুণ সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন। অবহেলিত শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাদের পাশে সব সময় দাঁড়াতে লাল সবুজের টি-শার্ট দিয়ে উদ্বুদ্ধ করেন তরুণ এই সমাজ সেবক। মঙ্গলবার বিকালে উপজেলার বেনেয়ালী স্কুল মাঠ প্রাঙ্গনে দেড় শতাধিক ভ্যান শ্রমিকদের হাতে এই লাল সবুজের টি-শার্ট তুলে দেওয়া হয়। এসময় তরুণ সমাজ সেবক আলমগীর হোসেন বলেন, সমাজে সব সময় ভ্যান শ্রমিকরা অবহেলিত। তাদের জীবনমান উন্নয়নে কেউ এগিয়ে আসেনা। এরা মাথার ঘাম পায়ে ফেলে সব সময় দারিদ্র্যতার সাথে লড়াই করে।
তাই তাদেরকে সম্মান ও শ্রদ্ধা জানাতে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়নের লে আমার এই উদ্দ্যোগ। অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শার কৃতি সন্তান দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান, তরুণ সমাজ সেবক আবু শাহিন, উজ্জ্বল হোসেন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।















