শার্শায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

0
275

জসিম উদ্দিন, শার্শা : যশোরের শার্শায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের আয়োজনে শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু এই ম্যারাথন প্রতিযোগীতার উদ্বোধন করা করেন। শার্শা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া এই ম্যারাথনে স্কুল কলেজ মাদ্রাসার শিক-শিার্থীসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। তিন কিলোমিটার ম্যারাথনে অংশ নিয়ে যারা বিজয়ী হন, তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, আইসিটি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা শিা কর্মকর্তা হাফিজুর রহমান, যশোর জেলা পরিষদের সদস্য অধ্য এসএম ইব্রাহিম খলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here