যশোরে রিপন অটোস টি-২০ চ্যাম্পিয়ন ঝিকরগাছা ঈগলস

0
391

স্টাফ রিপোর্টার : যশোরে অনুষ্ঠিত রিপন অটোস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে ঝিকরগাছা ঈগলস। আজ বিকেলে যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ ৭৮ রানের বিশাল ব্যবধানে আরএন রোড থান্ডার্সকে হারিয়ে শিরোপা ঘরে তোলেন তারা। প্রথমে ব্যাটিং করে ঝিকরগাছা ঈগলস ১৮৭ রানের টার্গেট দেয় আরএন রোড থান্ডার্সকে। কিন্তু ১০৮ রানেই ১০উইকেট হারিয়ে ফেলে আরএন রোড থান্ডার্স। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি তমিজুল ইসলাম খান। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, রিপন অটোসের পরিচালক ও সাবেক ক্রিকেটার আইয়াজ উদ্দীন রিপনসহ প্রমুখ পাঁচ দলের অংশগ্রহণে গত ১২ মার্চ ২০২১ শুরু হয়েছিল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। রিপন অটোসের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা ক্রীড়া সংস্থা এ খেলার আয়োজন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here