নড়াইল শহরের মধ্য দিয়ে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত

0
286

মিশকাতুজ্জামান নড়াইল প্রতিনিধি : নড়াইল পৌরসভায় শহরের মধ্যদিয়ে বাসচলাচল বন্ধের সিদ্ধান্ত চুড়ান্ত হয়েছে। রবিবার (২১ মার্চ) বেলা ৩ টায় বিআরটিএ এর আয়োজনে জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে কনফারেন্স রুমে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় নড়াইল পুলিশ সুপার প্রবির কুমার রায় পিপিএম বার, জেলা পরিষদ চেয়ারমান এ্যাডঃ সোহরাব হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, পৌরসভার মেয়র আঞ্জুমান আরা প্রমুখ বক্তব্য রাখেন। সভায় মোট ১৭টি সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। সকল পরিবহনকে এক সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। আগামী ২৮ মার্চ হতে চূড়ান্তভাবে কার্যকর হবে। এছাড়া শহরে দুই শিফটে ৫শ’ করে ইজিবাইক চলার সিদ্ধান্ত হয়েছে। একদিন লাল রঙের, আরেকদিন হলুদ রঙের ইজিবাইক চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here