রাজগঞ্জে মুক্তি সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির উদ্যোগে পথচারী জনগণের মাঝে মাস্ক বিতরণ

0
310

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : রাজগঞ্জে মুক্তি সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে পথচারী সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০১ এপ্রিল-২০২১) বেলা ১১টায় রাজগঞ্জ-পুলেরহাট সড়কের হানুয়ার বটতলা মোড়ে এ কার্যক্রম চালানো হয়।
জানা গেছে, করোনা ভাইরাস (কোভিড-১৯) দ্বিতীয় ধাপ মোকাবেলায় সাধারণ জনগণ, মাস্ক পরিধান করার অভ্যাস অব্যাহত রাখে সে চেষ্টায় এ বিশেষ কর্মসূচী পালন করে রাজগঞ্জের মুক্তি সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেড। এদিন উল্লেখিত সড়কে চলাচলকারী সাধারন পথচারী, রিকশা, ভ্যান ও অটো চালক এবং যাত্রীসহ ৬ শতাধিক নারী-পুরুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সমিতির মূল ল্য ও উদ্দেশ্য হচ্ছে, করোনার দ্বিতীয় ঢেউ থেকে জনগণকে সচেতন করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। এ সময় রাজগঞ্জ প্রেসকাবের সভাপতি এসএম রবিউল ইসলাম, সমিতির সভাপতি মোঃ আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, সদস্য মোঃ রুহুল আমিন, মোঃ মফিজুর রহমান, মোঃ আমিনুর রহমান, মোঃ সাইদুর রহমান, মোঃ হারুনসহ সমিতির মোট ২১জন সদস্য উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here