উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলে পাহারাদারদের বেঁধে রেখে স্বর্ণের দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার দিনগত রাতে সদর উপজেলার বিছালী ইউনিয়নের আগদিয়া মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বুধবার দিনগত রাতে আগদিয়া মোড়ে পলাশ কর্মকারের স্বর্নের দোকানে সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়। এসময় বাজারে ডিউটিরত পাহারাদার এনামুল ও ফরিদকে মারধর করে গাছের সাথে বেঁধে রাখে। ডাকাতদল দোকানের তালা ভেঙ্গে ভীতরে প্রবেশ করে দোকান থেকে টাকাসহ ৫লাধিক টাকা মুল্যে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। পলাশ কর্মকার জানান, ঘরে নগদ টাকা এবং রেডিমেট তৈরি ও অর্ডারী গহনা ছিলো। সব মিলিয়ে নগদ টাকাসহ ৫ লাধিক টাকার স্বর্ণ নিয়েছে। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, সদর থানার ওসি মোঃ ইলিয়াস হোসেনসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সদর থানার ওসি মোঃ ইলিয়াস হোসেন জানান, বিষয়টি নিয়ে স্থানীয় কিছু ঝামেলা রয়েছে। সব দিক বিবেচনা করে ঘটনাটি পুলিশের প থেকে তদন্ত চলছে। তদন্ত সাপেে আইনগত ব্যবস্থা নেয়া হবে।














