তালা(সাতক্ষীরা)প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধ ও দোকানের সামনে ইট রাখাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে তালা উপজেলার দক্ষিণ ঘোনা গ্রামে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিবরনে জানা যায়, তালা উপজেলা গোপালপুর গ্রামের মৃত. আব্দুল গফুর খাঁনের পুত্র ছালাম খাঁনের সহিত বড়ভাই কালাম খাঁনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল দীর্ঘদিন যাবৎ। তারই সুত্র ধরে মঙ্গলবার সকাল আনুমানিক ১২টার দিকে দক্ষিণ ঘোনা গ্রামের ছালামের দোকানের সামনে ইট রাখাকে কেন্দ্র করে হামলা করেন ঢ্যামসাখোলা গ্রামের কদম আলী শেখ পুত্র রবিউল ইসলাম(৩৭), একই গ্রামের আমিনুর রহমান(৩৩), ঘোনা গ্রামের হাবিল উদ্দীন খাঁ পুত্র কামরুল ইসলাম। হামলা করার সময় দেশীয় অস্ত্র,লাঠি, হাতুড়ি ব্যবহার করেন।আতংকিত হামলায় ছালাম খাঁনের মাথায়,কোমর,পায়ের ও কপালে মারাতœক ভাবে চাপা আঘাত লাগে, ছালাম খাঁনের পুত্র ফরহাদের হাতে আঘাত ও ছালাম খাঁনের স্ত্রী শিউলী বেগম কে শ্লীনতাহানির চেষ্টা করেন।আহত অবস্থায় ছালাম খাঁনে ও তার পুত্র ফরহাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছেন। এবিষয়ে তালা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
তালা থানার অফিসার ইনচার্জ(ওসি)মেহেদী রাসেল জানান,মারপিটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি।তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নিব।














