সুন্দরবনের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’

0
397

যশোর ডেস্ক : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’চলতি সপ্তাহের প্রথম দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়। যা তে ঘূর্ঝড়ের আভাস রয়েছে। ঘূর্ণিঝড়টির নাম ‘যশ’। যা পূর্ণ শক্তি নিয়ে চলতি সপ্তাহেই সুন্দরবনে আছড়ে পড়তে পারে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, এই মুহূর্তে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়টি।
দেশটির আবহাওয়াবিদদের আশঙ্কা, শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় গত বছরের আম্ফানের মতো সুপার সাইক্লোনে পরিণত হতে পারে। আছড়ে পড়তে পারে ভয়ঙ্কর রূপ নিয়ে। বর্তমানে তারা ঘূর্ণিঝড়টির গতিবিধির দিকে খেয়াল রাখছেন।
ভারতের আলিপুর আবহাওয়া অধিদপ্তর জানায়, এক সঙ্গে দু’টি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে, একটি বঙ্গোপসাগরে, আরেকটি আরব সাগরে । আগামী ২৩ থেকে ২৫ শে মে এর মধ্যে বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে।
বাংলাদেশের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান গণমাধ্যমকে জানিয়েছে, আবর সাগরে ইতোমধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে গুজরাট উপকূল অতিক্রম করার পর্যায়ে রয়েছে। আগামী পাঁচদিনের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here