পারুলিয়া গড়িয়াডাঙ্গায় অসহায় পরিবারের বাসগৃহ বিশেষ প্রয়োজন

0
357

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরা দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া আহছানিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন হতে পশ্চিমে গড়িয়াডাঙ্গা এলাকায় প্রবেশের শুরু থেকেই বেশ কিছু পরিবার দীর্ঘদিন ধরে রাস্তার পাশের্^ অতি কষ্টে তাদের পরিবার পরিজন নিয়ে ছোট ছোট কুঁড়ে ঘর বেধে মানবেতর জীবন যাপন করছে। অল্প বৃষ্টি হলেই তাদের কষ্টের শেষ থাকে না। কুড়ে ঘর থেকে বাহির হলেই রাস্তা এই রাস্তায় প্রতিনিয়ত দ্রæত গতিতে মোটরসাইকেল, ইঞ্জিনভ্যান ও ট্রলি যাতায়াত করে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। এখান থেকে কিছুদিন আগে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছিল বলে জানা যায়। দুর্ঘটনা থেকে এড়াতে সু-ব্যবস্থার প্রয়োজন। কামরুল ইসলাম, পিতা- কাছেদ আলী, মাফু- স্বামী- আলী, পুটি বিবি, স্বামী- মৃত আনার উদ্দীন, নাছিমা- স্বামী- নজরুল ইসলাম, বাবলু পিতা- আনার উদ্দীন, শাহাবুদ্দিন (হামটা) পিতা- মৃত বাবু, সখিনা- স্বামী- সাদ্দাম, হাছিনা- স্বামী- মৃত কাশেম, হাসি- স্বামী- সোহেল, ফতেমা- স্বামী- মৃত আফছার, রবিউল ইসলাম, পিতা- মৃত আঃ মাজেদ, জবে বিবি- স্বামী- মৃত আঃ গফ্ফার, রফিকুল ইসলাম- পিতা- ইব্রাহিম, ষড়ো, স্বামী- মৃত মাঝি, মিন্টু- পিতা- মঈনুদ্দিন মোড়ল, ইসমাইল- পিতা- মৃত আমিন উদ্দীন নিকারী, শাহানারা স্বামী – এবাদুল ইসলাম, মর্জিনা- স্বামী- মানিক, সাহাজুল ইসলাম- পিতা (ছলিম,মায়া বিবি, স্বামী- সিরাজ, আয়শা, স্বামী- মৃত ছনু, সাইফুল ইসলাম- পিতা- শাহাবুদ্দিন, বাছা- পিতা- সিরাজ, নাজমা (স্বামী-পরিত্যক্ত)- পিতা- ইসলাম, আনছার আলী- পিতা- মৃত ইবাজতুল্যা, ফারুক হোসেন- আব্দুুর রাজ্জাক- পিতা- খিলাত, সাজ্জাদ আলী, শাহাদাত আলীসহ প্রমুখ। উল্লেখিত ব্যক্তিরা পারুলিয়া সাপমারা খালধারে বসবাস করতো। খাল খননে তারা উচ্ছেদ হয়ে কোন উপায় না পেয়ে বর্তমান রাস্তারে ¯েøাপে কুড়েঘরে বসবস করছে। পরবর্তীতে রাস্তার কাজ হলে বা সংস্কার হলে উল্লিখিত ব্যক্তিদের বসবসের কোন স্থান নেই। গতকাল বিকাল সরেজমিনে গেলে সিরাজুলের স্ত্রী মায়া বিবিসহ কয়েকজন আমাদের প্রতিনিধিকেজানান আমরা অতি কষ্টে জীবন যাপন করছি, আমাদের দেখার কেউ নেই। কয়দিন আগে শুনতে পেলাম অত্র এলাকায় ২/৩ জন সরকারি ঘর পাবে। আমরা অতি কষ্টে জীবন যাপন করছি আমরা কি পাব না সরকারি ঘর। বিষয়টি স্থানীয় মেম্বারকে জানানো হয়। তিনি বলেন সরকার যেভাবে ঘর দিচ্ছে। আমার বিশ^াস এ সমস্ত ব্যাক্তিরা অবশ্যই সরকারি ঘর পাবে। উপরোক্ত বিষয় চেয়ারম্যান জানানো হলে তিনি বলেন, যারা সরকারি ঘর পাওয়ার যোগ্য অবশ্যই তারা ঘর পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here