স্টাফ রিপোর্টার : যশোর উপশহরের চাঞ্চল্যকর ইমু হত্যাকান্ডের মোস্ট ওয়ান্টেড বিপ্লব হোসেন বাবুকে গ্রেফতার করেছে পিবিআই যশোরের একটি আভিযানিক দল। একই সাথে ইমু হত্যাকান্ডে ব্যবহৃত খুনিচক্রের একটি মোটর সাইকেল ও বার্মিজ ছুরি উদ্ধার করেছে পিবিআই যশোরের সদস্যরা।
এক প্রেস বিজ্ঞপ্তিতে পিবিআই জানিয়েছে,পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন এর নেতৃত্তে¡ এসআই (নিঃ) ¯েœহাশিস দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ যশোর জেলার আভিযানিক দল পুলিশি অভিযান পরিচালনার মাধ্যমে যশোর জেলা পুলিশের সহায়তায় অভিযুক্ত মোঃ বিপ্লব শেখ @ বাবু (৩৭) কে কোতয়ালী থানাধীন পুরাতন কসবা বিবি রোডস্থ শিশু একাডেমির সামনে থেকে গ্রেফতার করা হয়। ধৃত বাবু পুরাতন কসবা বিবি রোড এলাকার ফারুক হোসেন @ শিরুর ছেলে। ধৃত অভিযুক্তের দেয়া স্বীকারোক্তি মোতাবেক চৌগাছা থানা এলাকা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ০১ টি নম্বর বিহীন এ্যাপাচি ১৫০ সিসির মোটর সাইকেল এবং অভিযুক্তের দেখানো মতে তার নিজ বাড়ি হতে হত্যাকান্ডে ব্যবহৃত ০১ টি বার্মিজ ছুরি উদ্ধার করা হয়।
উল্লেখ্য গত বছরের ২১ জুন দিবাগত রাতে নিউ মার্কেট শিশু হাসপাতালের সামনের একটি চায়ের দোকানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুনিরা এহসানুল হক @ ইমু (৩২) কে হত্যা করে। নিহত ইমু উপশহর বি বøকের সৈয়দ ইকবাল হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে এ সংক্রান্তে অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৫৪, তারিখ-২২/০৬/২০২০ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ।
উক্ত মামলাটি পিবিআই, যশোর জেলা স্ব-উদ্দ্যোগে গ্রহণ করে মামলার তদন্তভার এসআই (নিঃ) ¯েœহাশিস দাশ এর উপর অর্পণ করে। মামলার তদন্তভার গ্রহণ করে পুলিশ সুপার রেশমা শারমিন এর নেতৃত্বে এসআই (নিঃ)/ ¯েœহাশিস দাস সহ পিবিআই, যশোরের আভিযানিক দল পুলিশি অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন সময়ে অভিযুক্ত ০১। আল শাহরিয়ার (২০), ০২। মোঃ আসিফ হাসান (২০), ০৩। মোঃ শাহিন সরদার (২০) দেরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। অভিযুক্তদের বিজ্ঞ আদালতে প্রদত্ত ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে হত্যাকান্ডে জড়িত অভিযুক্ত বিপ্লব শেখ’কে যশোর জেলা পুলিশের সহায়তায় কোতয়ালী থানাধীন পুরাতন কসবা বিবি রোডস্থ শিশু একাডেমির সামনে থেকে গ্রেফতার করা হয়। ধৃত অভিযুক্তের দেয়া স্বীকারোক্তি মোতাবেক চৌগাছা থানা এলাকা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ০১ টি নম্বর বিহীন এ্যাপাচি ১৫০ সিসির মোটর সাইকেল এবং অভিযুক্তের দেখানো মতে তার নিজ বাড়ি হতে হত্যাকান্ডে ব্যবহৃত ০১ টি বার্মিজ ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার দিন বিপ্লব শেখ পলাতক আসামী দুর্জয় ও সোহাগকে নিয়ে মোটর সাইকেল যোগে এবং তার অন্যান্য সহযোগীরা রিক্সাযোগে ঘটনাস্থলে আসে। সেখানে এহাসানুল হক ইমুকে চায়ের দোকানে বসা অবস্থায় পেয়ে অভিযুক্ত বিপ্লব শেখ তার হাতে থাকা বার্মিজ ছুরি দিয়ে উপর্যপুরি আঘাত করে এবং অন্যান্য অভিযুক্তরা তাদের হাতে থাকা ধারালো হাসুয়া দা ও বার্মিজ ছুরি দিয়ে ভিকটিমকে এলোপাথাড়ি আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে। অভিযুুক্ত বিপ্লব শেখ ও তার সহযোগীরা পূর্ব বিরোধের জের ধরে পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে উক্ত হত্যাকান্ড সংঘটিত করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। অভিযুক্তকে গত পরশু বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যহত রয়েছে বলে দাবি করেছে পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন।
Home
খুলনা বিভাগ পিবিআই যশোরের সাফল্য যশোর নিউ মার্কেটের চাঞ্চল্যকর ইমু হত্যাকান্ডের মোস্ট ওয়ান্টেড পুরাতন...














