যবিপ্রবি খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

0
377

স্টাফ রিপোর্টার : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যবিপ্রবি খুলে দেয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে দেশের সব শিা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন এই বিশ্ববিদ্যালয়ের শিার্থীরা। মঙ্গলবার সকাল ১১টায় সাধারণ শিার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ মানববন্ধন করেন। মানববন্ধনে শিার্থীরা বলেন, অতিদ্রæত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হল খুলে দিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে আটকে থাকা সব সেমিস্টার ফাইনাল পরীা স্বশরীরে গ্রহণ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিার্থীরা। এছাড়া, অতিদ্রæত প্রত্যেক শিার্থীকে ভ্যাক্সিনেশনের আওতায় আনা ও সেশন জটের হাত থেকে শিার্থীদের রায় প্রয়োজনীয় পদপে নেয়ার আহŸান জানান তারা। মানব বন্ধন কালীন বক্তৃতা করেন সাধারণ শিার্থী নূর মোহাম্মদ টনি, মারুফ হাসান, জোবায়ের রনি, তোফায়েল আহমেদ, লিয়া খাতুন, আরিফ হোসেন, জুবায়ের হোসেন, বিল্লাল হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here