মিলের ফিতায় জড়িয়ে মিস্ত্রির মৃত্যু মনিরামপুরে

0
394

স্টাফ রিপোর্টার : যশোরের মণিরামপুর উপজেলার ভান্ডারি মোড় সংলগ্ন পলাশী গ্রামের সিরাজুল ইসলামের রাইচ মিলের ফিতায় লুঙি জড়িয়ে পড়ে গিয়ে বুধবার (২৬ মে) জহির হোসেন (৫৫) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। সে পলাশী গ্রামের ওলি মোহাম্মদের ছেলে।
খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম রসুল বলেন, ভান্ডারীমোড়ে সিরাজুল ইসলামের রাইচ মিলে মিস্ত্রি জহির বুধবার সকালে মিল চালু করে ফিতা টপকিয়ে পার হচ্ছিলেন। ওইসময় মিলের ফিতায় লুঙি জড়িয়ে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে খুলনায় রেফার করেন চিকিৎসকরা। সেখানে নেওয়ার পর দুপুর ১২ টার দিকে চিকিৎসকরা জহিরকে মৃত ঘোষণা করেন। তার লাশ বাড়িতে আনা হয়েছে। স্বজনরা থানায় অপমৃত্যু মামলা করেছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here