যশোরে গৃহচোর সিন্ডিকেটের আরো এক সদস্য আটক

0
342

স্টাফ রিপোর্টার : যশোর ডিবি পুলিশ গৃহচোর সিন্ডিকেটের আরো এক সদস্য মামুন হোসেন নিরবকে (২২) আটক করেছে। আটক নিরব শহরের কাজিপাড়া কাঠালতলার রবিউল ইসলামের ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা হয় দুইটি চোরাই ল্যাপটপ। এনিয়ে গৃহচোর সিন্ডিকেটের ১০ সদস্যকে আটক করা হলো। এর আগে গৃহচোর সিন্ডিকেটের আরো ৯ সদস্যকে আটক, নগদ ১৩ হাজার ৫শ টাকা ও সোনা গালানোর সরঞ্জাম উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ওসি সোমেন দাশ জানান, গৃহচোর সিন্ডিকেটের সদস্য বাপ্পির দেয়া তথ্য মতে মঙ্গলবার (২৫ মে) দিবাগত গভীর রাতে শহরের পূর্ববারান্দিপাড়া মাঠপাড়া থেকে মামুন হোসেন নিরবকে আটক করা হয়। আটক মামুনের স্বীকারোক্তি অনুযায়ি উদ্ধার করা হয় দুইটি চোরাই ল্যাপটপ। তবে উদ্ধারকৃত ল্যাপটপের মালিক পাওয়া যায়নি। ওসি সোমেন আরো জানান, চোরাই ল্যাপটপের মালিক কুজে পাওয়ার জন্য বাপ্পিকে রিমান্ডে নেয়ার জন্য পুনরায় আবেদন করা হবে।
এর আগে ২৪ মে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গৃহচোর সিন্ডিকেটের আরো ৯ সদস্যকে আটক, নগদ ১৩ হাজার ৫শ টাকা ও সোনা গালানোর সরঞ্জাম উদ্ধার করা হয়। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here