একমাসে যশোরে কোয়ারেন্টাইনে থাকা ১০ জন সংক্রমিত

0
303

স্টাফ রিপোর্টার : বুধবার ভারতফেরত ২ জনসহ নতুন শনাক্ত ২৪ জন কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত দুইজনসহ বুধবার যশোরে করোনা আক্রান্ত আরও ২৪ জন রোগী শনাক্ত হয়েছে। ভারতফেরতদের উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে (রেডজোনে) ভর্তি কার হয়েছে। গত ২৬ এপ্রিল থেকে বুধবার পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত দশজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো। প্রত্যেককেই সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা দেয়া হচ্ছে। সিভিল সার্জন শেখ আবু শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন। এই নিয়ে যশোরে করোনা রোগীর সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। এক সপ্তাহে ১০১ থেকে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫০০ জনে পৌছেছে।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রেহনেওয়াজ রনি বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের আরটি-পিসিআর ল্যাবে ১০৮ নমুনা পরীক্ষার ফলাফলে ভারতফেরত দু’জন পুরুষসহ ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজনের বয়স ২৮ বছর। তিনি খুলনার বাসিন্দা। গত ১৪ মে তিনি বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করেন। বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে বেনাপোলের রজনীগন্ধা আবাসিক হোটেলে ছিলেন। অপরজন ৭১ বছর বয়সী বৃদ্ধ যশোরের বাসিন্দা। তিনি শহরের সার্কিট হাউজ পাড়ার ইকবাল মঞ্জিল নামে কটেজে কোয়ারেন্টাইনে ছিলেন। করোনা সংক্রমণের উপসর্গ দেখা দেয়ায় তার নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
ভারতফেরত দু’জনের করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার সাথে সাথে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন দুইজনসহ হাসপাতালের করোনা ইউনিটে (রেডজোনে) ১৮ জন ভারতফেরত করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ডাক্তার রেহনেওয়াজ আরও জানিয়েছেন, বুধবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে সাতজনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। তাদের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ যবিপ্রবি ও খুলনা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে নতুন ২৪ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে যশোর সদর উপজেলার ২০ জন, শার্শা, ঝিকরগাছা, চৌগাছা ও অভয়নগর উপজেলার একজন করে বাসিন্দা রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here