ঢাকুরিয়ার আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান এরশাদের পিতার মৃত্যু

0
293

মোন্তাজ হোসেন, ভ্রাম্যমাণ প্রতিনিধি:  মণিরামপুরের ঢাকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এরশাদ আলী সরদারের পিতা নাসের আলী সরদার (৯৬) বার্ধক্যজনিত কারণে বৃহষ্পতিবার ভোর রাতে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ……….. রাজেউন)। তিনি ১ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্যা গুনাগ্রাহি রেখে গেছেন। এদিন আসরবাদ মরহুমের পৈত্রিক নিবাস সুবলকাঠি গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
তার মৃত্যুত গভীর শোক ও মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জিএম মজিদ, উপজেলা আওয়ামীলীগনতা এ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জিএম মিজানুর রহমান, পৌর কাউন্সিলর আদম আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিএম মঞ্জুরুল হাসান সাজ্জাদ, সিনিয়র সহসভাপতি আলহাজ্জ্ব আইয়ুব গাজী, ইউনিয়ন যুবলীগ সভাপতি জয়ন্ত বসু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফজলুর রহমান, মনোয়ারা কিনিকের পরিচালক ডাঃ আব্দুল হাই, ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ তাপস কুন্ডু, ইউপি সচীব মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, এলাকাবাসি ও স্থানীয় ইউপি’র সদস্যবৃন্দ। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here