পাইকগাছায় ঘুর্নিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙ্গে গ্রামের পর গ্রাম প্লাবিত,  এমপি বাবুর ক্ষতি গ্রস্থ এলাজা পরিদর্শণ।

0
491
  জি এ গফুর, পাইকগাছা : পাইকগাছায় ঘুর্নিঝড় ইয়াস এর প্রভাবে ভরা পূর্নিমায় প্রবল জলোচ্ছ্বাসে ২য় দফায় পাউবো’র ক্ষতিগ্রস্থ বেঁড়িবাধ ভেঙ্গে লবন পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। শত-শত চিংড়ি ঘেরর মৎস্য সম্পদ ভেসে গেছে। আবাসন প্রকল্প, পুকুর, ক্ষেত-খামার ও রাস্তা-ঘাট তলিয়ে চরম বিপাকে পড়েছে মানুষ। বৃহস্পতিবার দুপুরে জোয়ারে  লস্কর খেয়া ঘাট,করুলিয়ার দুটি স্থানে সোলাদানা বাজার এলাকা, ভাঙ্গা হাড়িয়া, হরিখালী,লতার কাঠামারী, হাড়িয়া,দেলুটির চকরী-বকরী, গড়ইখালী বাজার এলাকা, রাড়ুলীর জেলে পল্লী সহ বিভিন্ন স্থানের ক্ষতিগ্রস্থ বেঁড়িবাধ উপছে বা কোথাও ভেঙ্গে গিয়ে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে দুর্যোগপুর্ন এ পরিস্থিতিতে পাইকগাছা-কযরার সংসদ সদস্য মোঃ আকতারুজ্জামান বাবু বৃহস্পতিবার দিনভোর নদী পথে ট্রলারযোগে কয়রা উপজেলা সহ পাইকগাছার লস্কর, করুলিয়া সহ বিভিন্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় নদী তীরের ক্ষতিগ্রস্থ মানুষের সাথে একমত পোষন করে এমপি বাবু জানান, কিছু অসাধু লোক ওয়াপদার তলায় পাইপ বসিয়ে বা ঘের মালিকদের পানি সরবরাহের অপরিকল্পিত গেট/কলগই এর নিচু রাস্তা উপছে বা বাঁধভেঙ্গে এ দুর্যোগে এত ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,লস্কর ইউপি চেয়ারম্যান কে,এম,আরিফুজ্জামান তুহিন,আ’লীগ নেতা বিভুতী ভুষন সানা, স্নেহেন্দু বিকাশ, শাহাবুদ্দীন শাহিন,দীলিপ সানা,বি,এম,আরেফিন,যুবলীগ নেতা জসিমউদ্দীন বাবু,শামিম আহসান,এমএম আজিজুল হাকিম,আকরামুল ইসলাম, শ্রমিকলীগ নেতা আনারুল ইসলাম,ছাত্রলীগ নেতা বান্টি, রনি,নয়ন,রানা,ইমরান,বাঁধন,অপি সহ অনেকে। এ দিকে উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম, খালিদ হোসেন সিদ্দিকী ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করে জানান, ঘুর্নিঝড় পরবর্তীতে ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন মাধ্যমে ক্ষয-ক্ষতি নিরুপন করে সাহায্য সহযোগিতা অব্যাহতের কথা বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here