স্টাফ রিপোর্টার: যশোরে মোবাইল টাওয়ার থেকে পড়ে এক শ্রমিক আহত হয়েছেন। মাসুদ (৩৫) নামে এই শ্রমিক আহত হন মেঘলা আবহাওয়ায়। ঘটনাটি বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাঘারপাড়া উপজেলার খাজুরা মির্জাপুর নামক স্থানে ঘটেছে। আশংকাজনক অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আহত মাসুদ যশোর শহরের বেজপাড়া তালতলা এলাকার মফিজ উদ্দিনের ছেলে। তিনি খাজুরা মির্জাপুরে মোবাইল ফোন অপারেটর রবি টাওয়ার নির্মাণের কাজ করছিলেন। টাওয়ার থেকে পড়ে নিচে পড়ে গুরুতর আহত মাসুদ। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশংকাজনক হওয়ার উন্নত চিকিৎসার জন্য এদিন দুপুর আড়াইটার দিকে তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।















