ভ্রাম্যমাণ প্রতিনিধি : কেশবপরে বসত ভিটার জমি ও গাছ কাটাকে কেন্দ্র করে জীবননাশের হুমকীসহ বিভিন্ন প্রকারের ভয়ভীতি প্রদানে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নজরুল ইসলাম মোড়ল বাদী হয়ে বৃহস্পতিবার কেশবপুর থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার নং: ১০৫১।
সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, উপজেলার হাড়িয়াঘোপ গ্রামের মৃত জয়নাল মোড়লের ছেলে নজরুল ইসলাম মোড়লের সাথে প্রতিবেশী মৃত শওকাত আলী মোড়লের ছেলে মাসুদ মোড়লের সাথে বসত ভিটার শরীকানা জমি ও জমির উপর বিভিন্ন প্রকারে ফলজ-বনজ গাছ নিয়ে দীর্ঘদিন বিরোধ চলিয়া আসছে। নজরুল ইসলাম মোড়লে কোন কিছু না জানিয়ে মাসুদ মোড়ল জোর পূর্বেক বসত ভিটার শরীকানা জমি থেকে ৩টি গাছ কাঠ ব্যবসায়ীর নিকট বিক্রি করে দেয়। তারই জের গত মঙ্গলবার গাছ কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুদ মোড়ল হাতে সাবল ও গাছি দা নিয়ে নজরুল ইসলাম মোড়লকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। ওই সময় নজরুল ইসলাম জীবন ভয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালায়ে যায়। বর্তমানের নজরুল ইসলামসহ তার পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছে। এ ঘটনায় নজরুল ইসলাম মোড়ল বাদী হয়ে বৃহস্পতিবার কেশবপুর থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার নং: ১০৫১, তারিখ: ২৭/০৫/২০২১














