জমজমাট জুয়ার আসর এলাকায় চোরের উপদ্রব্যে অতিষ্ট এলাকাবাসী,প্রসাশন নিরব

0
345

পার্থ মন্ডল,তালা: পুলিশের চোখ ফাঁকি দিয়ে দিন দিন বেড়েই চলছে জুয়ার আসর,চলছে জমজমাট তাস ও লুডুর জুয়া এলাকায় রাতে চুরির পরিমান ও চোরের উপদ্রব্য বৃদ্ধি,অতিষ্ট হয়ে এলাকা বাসি।
সাতীরা জেলার তালা সদরের আগোলঝাড়া গ্রামে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতভোর পর্যন্ত চলছে জুয়া খেলা,এই জুয়া খেলায় মধ্যবয়ষ্ক, যুবকেরা বেশি আগ্রহী সারারাত তাস ও মোবাইল লুডু জুয়ার প্রভাবে বেকার যুবকেরা জুয়ার টাকার অর্থের যোগান দিতে বেছে নিয়েছে রাতের আধারে চুরি । আর এই চুরির পরিমান দিনদিন তীব্র থেকে তীব্রতায় ধারণ করেছে। আগোলঝাড়া গ্রামে হচ্ছে প্রতিনিয়ত চুরি হুমকির সম্মখিন দেশের আগামী প্রজন্ম যুব সমাজ,দেশের আইন শৃংখলা বাহিনী এত সজাগ থাকলেও কি ভাবে চলছে এই জুয়ার আসর।
সূত্র মতে,দেশে করোনা সংক্রমনের কারনে ২০২০ সাথে কঠোর লগডাউন থাকা ও হাট বাজার বন্দ থাকার কারনে এই আগোলঝাড়া গ্রামে মাঝপড়ায় বিভিন্ন আনাছে কানাছে বাড়িতে গড়ে উঠে ভ্রাম্যমান চায়ের দোকান,যা এখন ২০২১ সালে স্থায়ী দোকানে রুপ নিয়েছে। পাশাপাশি এই সমস্ত দোকানে চলছে জুযা খেলা ও মাদক ক্রয় ও বিক্রয়রে আশ্রয়স্থল,গত বছরে এই গ্রামথেকে ১০ টির মতো মোবাইল চুরি হযেছিল, এই চুরির কে কেন্দ্র করে বিভিন্ন পত্র পত্রিকায় একাধিক বার সংবাদ প্রকাশের কারণে কয়েক মাস গা ঢাকা দিয়েছিলো এই সঙ্গবদ্ধ চোর চক্র। কিন্তু কয়েক মাস পর সামপ্রতিক আবারো বৃদ্ধি পেয়েছে জুয়ার আসর ও চোরের উপদ্রব্য প্রতি রাতে হচ্ছে ,চুরি, রেহায় পাচ্ছে না পুকুরের মাছ ,২৩ শে রমজানে ইয়াছিন বাবুচির বাড়ি থেকে মোটর চুরি হয়ে গেছে,ঈদের পরদিন রাতে বাবলুর বিশ্বাস অতিরিক্ত গরম থাকায় বারান্দায় ঘুমান এবং তার একটি মোবাইল ফোন সহ মোবাইলের ব্যাগপার্টে থাকা দুই হাজার টাকা চুরি করে নিয়েছে, ২০শে মে আগোলঝাড়া গ্রামের অন্য পাড়া থেকে একটি মোটর চুরি হয়েছে।চোরের উপদ্রব্যের কারণে অতিষ্ট গ্রামবাসি।
নাম প্রকাশে অনিচ্ছুক আগোলঝাড়া গ্রামের একাধিক লোক বলেন সারারাত আমাদের আগোলঝাড়া গ্রামে বাগানে, পুকুর ধারে আনাছে কানাছে মানুষের চলাচল করতে দেখা যাই,।আর বিলের ধারে যে দোকান আছে সেখানে সারারাত জুয়া খেলা হয়,মাঝে মাঝে অপরিচিত লোকের সমাগম দেখতে পাই। প্রতিদিন সকাল হলে শোনা যায় কারো বাড়িতে কিছু চুরি হয়েছে আমরা প্রশাসনের হস্তপে কামনা করছি।
এবিষয়ে ইউপি সদস্য আসাদুল ইসলাম বলেন, চুরির বিষয়টি শুনেছি তবে জুয়ার আসর ও মাদক বিকিকিনির বিষয়ে সঠিক তথ্য প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here