পাটকেলঘাটায় দুলাভাই-এর বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল শ্যালক

0
327

 

এস এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকেঃ পাটকেলঘাটা দুলাভাই-এর বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎ স্পৃষ্টে লাশ হয়ে বাড়ি ফিরল ৬ মাস বিবাহিত রিপন (২২) নামের এক যুবক। ঘটনাটি ঘটে গতকাল রাত ৮টার দিকে।
জানা গেছে সাতক্ষীরা সদর থানার জোরদিয়া গ্রামের কওছার মোড়লের পুত্র রিপনকে পাটকেলঘাটা চোমরখালী গ্রামের দুলাভাই আকবার আলীর ইরি ধান পরিষ্কার করার জন্য ডেকে নিয়ে আসে। সারাদিন ধান ঝেড়ে পরিষ্কার করে প্রচন্ড গরমে রাত ৮টার দিকে ঘুমানোর সময় ফ্যানের সুইচ দিতে যায়। ঐসময় সুইচ বোর্ডের বৈদ্যুতিক তার লিক থাকায় রিপনকে ধরে রাখে। ঐ মূহুর্তে ৪ বছরের ভাগিনী দেখে মামা দাড়িয়ে আছে, কোনো কিছু বলছে না। মামা বলে তার দেহে হাত দেওয়ার সাথে সাথে ভাগনীকে ঝাড়া দিয়ে ফেলে দেয়। ঐ সময় বাড়ির সবাই ঘটনাটি আচ করিতে পেরে দ্রæত রিপনকে উদ্ধার করে হাসপাতালে আনার পথিমধ্যে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত রিপনের লাশ দেশের বাড়ি সাতক্ষীরা সদর জোরদিয়া গ্রামে পৌছায়লে নববধু সহ পরিবারের সবার কান্নায় আকাশ বাতাশ ভারী হয়ে ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here