তালা (সাতক্ষীরা)প্রতিনিধি: চাকুরির প্রলোভন সহ সল্প মুল্যে কাস্টমের মাল নিলাম পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন সময়ে চার ল আঠারো হাজার টাকা আতœসাতের অভিযোগে মুজাহিদের নামের ভুক্তভোগী ডুমুরিয়া থানায় এজাহার দায়ের করেছেন।
সুত্রে জানাযায়, ডুমুরিয়া উপজেলার আব্দুল গনি শেখের পুত্র সোহেল রানাকে চাকুরির প্রলোভন সহ সল্প মুল্যে কাস্টমের মাল নিলাম পাইয়ে দেওয়ার কথা বলে চার লক্ষটাকা আতœসাৎ করেন প্রতারক মুজাহিদ ও তার সহযোগী আশরাফ আলী মোড়ল। এ সময় মুজাহিদ পরিচয় দেন সে এনএস আই কর্মকর্তা।ভুক্তভোগী কে চাকুরি ও কাস্টমের মাল দিতে ব্যার্থ হওয়ায় টাকা ফিরিয়ে দিতে নানান রকম তাল বাহানা করতে থাকেন প্রতারক মুজাহিদ। গত ২০.০৫.২১ তারিখ সোহেল রানা পাওনা টাকা ফেরত চাইতে গেলে প্রতারক মুজাহিদ ও তার সহযোগী আশরাফ আলী ভুক্তভোগীকে টাকা ফেরত দিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়ে সোহেলকে প্রাননাশের হুমকি প্রদর্শন করেন। ভুক্তভোগী নিরুপায় হয়ে অবশেষে থানায় দারস্ত হয়েছেন।
এদিকে গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তালা উপজেলার ইসলামকাটি গ্রামে প্রতারনার শিকার আলতাফ হোসেনের কাছ থেকে পুনরায় টাকা নিতে আসলে জনতার সহায়তায় মুজাহিদকে আটক করা হয় তালা থানায় নেওয়া হয়। এই প্রতারকের নামে প্রায় কোটি টাকা আতœসাত সহ ঈসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদ এর প্রশিনপ্রাপ্ত এজেন্ট হিসেবে সে কাজ করে বলে সূত্র জানিয়েছে।














