যশোরে সন্ত্রাসী গোল্ডেন সাব্বিরের নেতৃত্বে জিসান নামে এক কিশোরকে অপহরণের ঘটনায় থানায় মামলা 

0
281
স্টাফ রিপোর্টার : যশোরে চিহ্নিত সন্ত্রাসী গোল্ডেন সাব্বিরের নেতৃত্বে জিসান নামে এক কিশোরকে অপহরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় সাব্বিরসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২/৩জনকে আসামি করা হয়েছে। সন্ত্রাসী সাব্বির শহরের শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার মেসিয়ার খোকনের ছেলে।
এই মামলার অপর আসামিরা হলো, শংকরপুর পশু হাসপাতাল এলাকার আমিরুল ইসলামের ছেলে সিহাব এবং শাজাহানের ছেলে স্বাধীন।
গত শুক্রবার অপহৃত কিশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান জবানবন্দি গ্রহণ করেছেন।
বাদী শহরের চাঁচড়া রায়পাড়া বিল্লাল মসজিদ এলাকার রবিউল ইসলাম ফকির মামলায় উল্লেখ করেছেন, আসামিরা এলাকার চিহ্নত সন্ত্রাসী। তারা সকলেই রাজনৈতিক একটি দলের এক নেতার আশ্রিত হয়ে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, হত্যা, অস্ত্র ও মাদক কারবারসহ বিভিন্ন ধরণের অপরাধ মূলক কর্মকা- করে বেড়ায়। সেকারণে ওই সন্ত্রাসীরা বিভিন্ন সময় বাদীর ছেলে জিসানকে বিভিন্ন মিটিং ও মিছিলে নিয়ে যেতে চায়। কিন্তু পরিবারের লোকজন জিসানকে ওই সন্ত্রাসীদের সাথে চলাফেরা করতে নিষেধ করায় তারা ক্ষীপ্ত হয়। এক পর্যায় তারা পরিকল্পিতভাবে জিসানকে বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকা-ে জড়িয়ে হয়রানি করার চেষ্টা করে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে জিসান শংকরপুর আলতাপের মোড়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। কিন্তু চঁঅচড়া রায়পাড়া বিল্লাল মসজিদের সামনে পৌছানো মাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা ওই সন্ত্রাসীরা তাকে জোর পূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে চাঁচড়া খামারপাড়া সোলাইমানের চায়ের দোকানের পিছনে নিয়ে আটকে রেখে মারপিট করে। কিন্তু জিসানকে নিয়ে যাওয়ার সাথে সাথে খবর পেয়ে তার পিতা রবিউল ইসলাম থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ বিভিন্নস্থানে তার খোঁজখবর নিয়ে অবস্থান জানতে পারে। এরই মধ্যে পুলিশ যে ওই সন্ত্রাসীদের জিসানকে অপহরণের বিষয়টি জানতে পেরেছে তাও বুঝতে পেরেছে তারা। এক পর্যায় সাব্বির ওই সময় বলছে জিসানকে নিয়ে সমস্যা হচ্ছে। তাকে আবার মোটরসাইকেলে নিয়ে বাড়ির সামনে দিয়ে তারা চলে যায়। এরপর এই ঘটনায় জিসানের পিতা রবিউল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসী সাব্বিরসহ ওই তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। গত শুক্রবার অপহৃত জিসান আদালতে জবানবন্দি প্রদান করেছে।
এছাড়া গত ২০ মে সাব্বিরের নেতেৃত্বে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার মানিক নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়। যদিও সন্ত্রাসীদের ভয়ে মানিকের পক্ষে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here