মহেশপুর(ঝিনাইদহ)অফিসঃ মহেশপুরে জমাজমি সংক্রান্ত ঘটনায় আপন ভাতিজার লাঠির আঘাতে চাচা খুন হয়েছে। গতকাল বিকালে ঘটনাটি ঘটেছে উপজেলার কুরিপোল গ্রামে।
এলাকবাসাী ও থানা প্রকাশ, উপজেলার নাটিমা কুরিপোল গ্রামের আব্দুর রহিম পাটোয়ারীর ওয়ারেশগনদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বিরোধপূর্ণ ঐ জমিতে ঘর নির্মানকে কেন্দ্র করে ওয়ারেশগনদের মধ্যে বাক-বিতন্ডা বাধে। ভাতিজা শাকিব ও সজীব বাঁশের লাঠি দিয়ে চাচা মুনসুর আলীকে আঘাত করে রক্তাক্ত করে। স্থানীয় লোকজন তাকে মহেশপুর হাসপাতালে নিলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে মনসুর আলীর মৃত্যু হয়। এই ঘটনায় আরো ২জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।














