শ্যামনগরে উপকুলীয় বেড়ি বাধ নির্মানের দাবিতে মানববন্ধন

0
338

শ্যামনগর ব্যুরো ঃ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর আঘাতে শ্যামনগর উপক‚লীয় এলাকার মানুষের নিরাপত্তার লক্ষ্যে সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম, শ্যামনগর উপজেলা অধিপরামর্শ ফোরাম ও শ্যামনগর উপজেলা যুব ফোরাম এর আয়োজনে উপক‚লীয় সুরক্ষা আন্দোলন কমিটির সহযোগিতায় এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর অর্থায়নে টেকসই বেড়িবাধ ও দক্ষিন পশ্চিম উপক‚লীয় এলাকাকে দুর্যোগ ঝুঁকিপূর্ন এলাকা ঘোষনার দাবিতে এবং ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির সাধারন সম্পাদক শাহীন বিল্লাহ কে লাঞ্চিতকারীদের বিরুদ্ধে সু-বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ মে সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, সাংবাদিকদের পক্ষে এম কামরুজ্জামান, অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগরের আহবায়ক অনাথ মন্ডল এবং অংশগ্রহনকারী সংস্থার নেতাকর্মীগণ। বক্তাগণ এ মানববন্ধনের মাধ্যমে শ্যামনগর উপক‚লীয় এলাকার মানুষের নিরাপত্তার লক্ষ্যে টেকসই বেড়িবাধ নির্মান ও ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির সাধারন সম্পাদক শাহীন বিল্লাহকে লাঞ্চিতকারী এসও আলমগীর কবীর ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে সুষ্ঠু বিচারের দাবি জানায় বক্তাগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here