কুষ্টিয়ায় ফ্রি ফায়ার ও পাবজি’র আসক্তে ধ্বংসের মুখে জেলার কোমলমতি শিশু কিশোর’রা

0
543

নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া : কুষ্টিয়ায় ফ্রি ফায়ার ও পাবজি’র আসক্তে ধ্বংসের মুখে জেলার কোমলমতি শিশু কিশোর’রা ফ্রি ফায়ার গেমসে ঝুঁকছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী ও শিশু কিশোররা। করোনায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অলস সময়ে এ গেমসের আসক্তে হয়ে পড়ছে তারা। দেখা গেছে, উড়তি বয়সের শিক্ষার্থীরা ও পুরো যুব সমাজ দিন দিন ফ্রি ফায়ার এবং পাবজি নামক গেমস খেলতে কুষ্টিয়ার ভেড়ামারা সহ জেলার অধিকাংশ অঞ্চলে দেখা গেছে , দিন দিন ইন্টারনেট মাধ্যমে ফাইটিং গেমের নেশায় জড়িয়ে পড়ছে। এতে ক্ষতি ছাড়া কোন লাভই হচ্ছে না। বিশ্ব মহামারি করোনার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় টেবিলে পড়াশোনা ছেড়ে আসক্ত হচ্ছে গেইমে। ৮ বছর থেকে ২৫ বছরের উঠতি বয়সের যুবকরা প্রতিনিয়ত অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এসব গেইমে আসক্ত হচ্ছেন। এসব বিদেশী গেম থেকে শিক্ষার্থী বা তরুণ প্রজন্মকে ফিরিয়ে আনতে না পারলে বড় ধরণের ক্ষতির আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। নন্দলালপুর ইউনিয়নের চকরঘুয়া গ্রামের এক ফ্রি ফায়ার অনুরাগীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, প্রথমে তাদের কাছে ফ্রি ফায়ার গেমস ভাল লাগত না এখন গেমস না খেললে ভালো লাগেনা। সরেজমিনে তদন্ত করে দেখা যায়, ভেড়ামারা উপজেলার বিভিন্ন গ্রামের খোলামাঠে, দোকানের মাচাই, শ্মশানের পাশে, গোরস্থানের পাশের নিরালা নির্জন স্থান সহ বিভিন্ন স্পটে মধ্যরাত পর্যন্ত (৫-৭) জন থেকে (২০-২৫) জন এক সাথে জড়ো হয়ে এসব গেইম খেলে থাকে। অনেকে বলেছেন ‘আমি পূর্বে গেমস সম্পর্কে কিছু জানতাম না। এখন নিয়মিত ফ্রি ফায়ার ও পাবজি গেমস খেলেন অনেকে। মাঝে মধ্যে গেমস খেলতে না পারলে মুঠোফোন ভেঙে ফেলার ইচ্ছাও হয়। ফ্রি ফায়ার নামক গেমসকে মাদকদ্রব্যর নেশার চেয়ে ভয়ঙ্কর বলে উল্লেখ করেন শিক্ষক ও বিশেষজ্ঞরা। অনেকে বলেছেন, আমরা আগের অবসর সময়টি বিভিন্ন খেলা ধুলার মধ্য দিয়ে পার করতাম, কিন্তু এখনকার যুগের প্রজন্ম সন্তানদেরকে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। উপজেলার গ্রাম-গঞ্জে মোবাইল ইন্টারনেট গ্রুপ গেম মহামারী আকার ধারন করেছে। শিক্ষার্থীরা অনেকে পড়ার টেবিল ছেড়ে খেলছে মোবাইল গেমস, কখনো ইন্টারনেটের খারাপ সাইটে বিভিন্ন ছবি দেখছে। এতে একদিকে তাদের ভবিষ্যৎ বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে অপরাধ প্রবণতা বাড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here