দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনা উপজেলায় ঘূর্নিঝড় ইয়াস এর তান্ডবে পাকা সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়। পানি কমে যাওয়ার পর বেড়িয়ে আসছে সড়ক গুলোর ক্ষত চিহৃ। স্থানীয় জনগন ভেঙে যাওয়া সড়ক গুলোতে মাটি বালু ফেলে যাতায়াত ব্যবস্থা কিছুটা চালু রাখার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা গত রোববার বিধ্বস্ত পাকা সড়কগুলো দ্রæত সংস্কার করার প্রতিশ্রæতি দিয়েছেন।
উপজেলা এলজিইডি ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী বাজার থেকে কলাতলা পর্যন্ত পাকা সড়কের বিভিন্ন পয়েন্টে ৫০০ মিটার ভেঙে গর্ত হয়ে গেছে। আলীপুর ইউনিয়ন থেকে রনগোপালদী ইউনিয়ন পর্যন্ত পাকা সড়কের প্রায় ২০০ মিটার এলাকা ভেঙে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় জনগন মাটি বালুর বস্তা ফেলে সড়কটি চলাচলের উপযোগী করার চেষ্টা করে ব্যর্থ হয়। রনগোপালদী ইউনিয়ন থেকে পাতার চর পর্যন্ত পাকা সড়কের প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে বিধ্বস্ত হওয়ায় ভাড়ী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া বাঁশবাড়ীয়া ইউনিয়নের গছানী বাজার থেকে দশমিনার হাজিরহাট লঞ্চঘাট পর্যন্ত পাকা সড়কটির ৫০০ মিটার তেতুলিয়া নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে ঐ সড়কটিতে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এছাড়াও পানির চাপে কয়েকটি ইউনিয়ন সংযোগ সড়কের কার্পেটিং উঠে বিবর্ন হয়ে গেছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী মোঃ মকবুল হোসেন স্থানীয় সাংবাদিকদের জানান, ঘূর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ সড়কের তালিকা তৈরি করে সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য এস,এম শাহজাদা জানান, সড়কগুলো সংস্কার করে দ্রæত চলাচলের উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেছি।















