নড়াইলে বিদ্যুৎস্পর্শে মিস্ত্রির মৃত্যু

0
261
মির্জা মাহামুদ হোসেন রন্টু ঃনড়াইলে বিদ্যুৎস্পর্শে এই ইলেকট্রিক মিস্ত্রি মারা গেছেন। নিহতের নাম উৎপল বিশ্বাস (৩০)। সে সদরের কলোড়া ইউনিয়নের গোয়াইলবাড়ি গ্রামের অসিত বিশ্বাসের পূত্র।
নিহতের আত্মীয় বিপুল দেব জানান, গত রোববার (৩০মে) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে একটি বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান শেষে খাওয়ার আয়োজন চলছিল। এ সময় লোহার বডির একটি স্ট্যান্ড ফ্যানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা উৎপল খালি গায় এবং খালি পায়ে মেরামত করতে যায়। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার নবাগত (ওসি) শওকত কবির জানান, বিষয়টি তার নলেজে নেই। খোঁজ-খবর নিচ্ছেন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here